রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররমে আসেন অনেক মুসল্লি
- আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন অনেক মুসল্লি। কিন্তু করোনার কারণে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা থাকায়, কেউ রাস্তায়, কেউবা ফুটপাতে নামাজ আদায় করেন। এসময় বিশেষ মোনাজাতে অংশ নিয়ে মরণব্যাধি করোনা থেকে রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লির।
এ কান্না স্রষ্টার প্রতি তার সৃষ্টির। এ কান্না মরণব্যাধি করোনা থেকে মানব জাতিকে মুক্তির জন্য। করোনার কারণে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা থাকলেও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে যারা আসেন সেখানে, তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে ঢুকতে না পারলেও, বাইরে ফুটপাতে বসে, নামাজ আদায় করেন।
দেশের ইতিহাসে রমজানের প্রথম জুমায় এমন অবস্থা আর অতীতে হয়নি। চারদিকে শূণ্যতা। মসজিদের গেটে তালা। ভেতরে নামাজরত হাতে গোনা ১০/১২ জন মুসল্লি। নামাজ শেষে ঈমামের সাথে বাইরে নামাজ আদায়কারীরাও মোনাজাতে সামিল হন।
পবিত্র রমজানে মহামারি করোনা থেকে বাংলাদেশ ও বিশ্ববাসীকে রক্ষার প্রত্যাশা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
এসময় অনেক মুসল্লি করোনা মহামারি থেকে রক্ষায় নামাজ আদায়ের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে, দ্রুত মসজিদ খুলে দেয়ার আহ্বান জানান। রমজানের বরকতে মাহান আল্লাহ করোনা থেকে মুক্তি দিবেন এমন প্রত্যাশ ধর্মপ্রাণ মুসলমানদের।