রমজানের শেষ সপ্তায় এসে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- আপডেট সময় : ০১:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
রমজানের শেষ সপ্তায় এসে জমে উঠেছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলোতে বাড়ছে ভিড়, বেচাকেনা চলছে মধ্যরাত পর্যন্ত। তবে বিক্রি এখনো আশানুরূপ নয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর ক্রেতারা বলছেন, চড়া দামে বিক্রি হওয়ায় বিভিন্ন পোশাকের চাহিদা তারা অর্ধেকে নামিয়ে এনেছেন।
বাইরে প্রচণ্ড গরম– সড়কে যানজট। তারপরও সব ছাপিয়ে অধিকাংশ মানুষের গন্তব্য এখন– মার্কেটগুলোতে। আকর্ষণ ঈদের কেনাকাটায়।
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের সবচেয়ে বড় অনুসঙ্গ- নতুন পোশাক। যা কিনতে ক্রেতারা ছুটছেন রাজধানীর নানা বিপণী বিতানে।
এক দোকান থেকে আরেক দোকান ঘুরে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক বাছাই করছেন ক্রেতারা। তবে সবার কণ্ঠেই দাম বৃদ্ধির অসন্তোষ।
আর বিক্রেতারা বলছেন, ঈদ ঘনিয়ে আসলেও এখনো কাঙ্ক্ষিত মাত্রায় জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশী। অনেকেই দুটির জায়গায় কিনছেন একটি।
গ্রীষ্ম মৌসুমকে প্রাধান্য দিয়ে এবারের ঈদ ফ্যাশনে বেশিরভাগ পোশাকে আনা হয়েছে নতুনত্ব। তরুণদের পাঞ্জাবী ছাড়াও তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে দেশী শাড়ী আর সুতি-লিলেনের থ্রি-পিছ।