রহস্যজনক মৃত্যুর ঘটনায় ছেলে নওশাদুল আমিনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ছেলে নওশাদুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ বাদী হয়ে নওশাদুল আমিন ও তার মায়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। রাতেই নওশাদকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে কাউন্সিলর নুরুল আমিনের বাড়ির বেড রুম থেকে রেহনুমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের গলাসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিলো। ঘটনার পর থেকেই কাউন্সিলরের পরিবারের সদস্যদের আচরণে রহস্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে রেহনুমার পরিবারের পক্ষ থেকে হত্যা ও নির্যাতনের অভিযোগ তোলা হয়।