রাইফেলে বিশ্ববাসী ভয় পায় না : মন্তব্য রিজভীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সরকার রাইফেলের নল দেখিয়ে দেশের জনগণকে ভয় দেখাতে পারলেও, বিশ্ববাসীকে ভয় দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভা করা হয়। এ সময় রিজভী অভিযোগ করেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীকে সরকারী বাহিনী তুলে নিয়ে গুম করেছে। আজও তাদের ফিরিয়ে দেয়নি। বর্তমান সরকার, বিরোধী দলকে ধ্বংস করার জন্য অত্যাচার-নিপীড়ন করছে। পাকিস্তানী শাসকদের নির্যাতনকেও হার মানিয়েছে সরকার।