রাইস ট্রান্সপ্লান্টার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে

- আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে আবোরো ধানের চারা রোপন কার্যক্রম ময়মনসিংহে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এ যন্ত্রের সাহায্যে ধান রোপণ ও কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার ফলে একদিকে কৃষকের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে বাড়বে ফলনও। স্থানীয় কৃষি বিভাগ বলছে,প্রকল্পের মাধ্যমে সহযোগিতা দিয়ে এ কার্যক্রম পুরো জেলায় ছড়িয়ে দেয়া হবে।
মুক্তাগাছা উপজেলার চারিপাড়া গ্রামে ১২০ বিঘা জমিতে শুরু হয়েছে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে এ পদ্ধতির প্রথম সূচনাকারী কৃষক আইয়ুব আলী। স্বল্প খরচ ও সময়ে এ কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের নানা সুবিধার কথা জানান পল্লী উন্নয়ন একাডেমির এই কর্মকর্তা।শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষিত করে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সব উপজেলায় সম্প্রসারণ করা হবে বলছে কৃষি বিভাগ। বোরো ধানের চারা রোপণের এই আধুনিক পদ্ধতি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সারাদেশে আধুনিক এই পদ্ধতি সম্প্রসারণ করা গেলে কৃষি উৎপাদনে ব্যাপক উন্নতি হবে বলছেন সংশ্লিষ্টরা।