নারী ফুটবল বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
নারী ফুটবল বিশ্বকাপে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। প্রথম দিন মাঠে নামবে চার দল। দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচটি শুরু হচ্ছে সকাল ১১টায়। আর বিগ ম্যাচে দুপুরে নরওয়ের মোকাবেলা করবে জাপান।
সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নই লড়বে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে যেতে। ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন হলেও পরের আসরগুলোতে নিজেদের মেলে ধরতে পারেনি নরওয়ে। এবার সে আক্ষেপ মেটাতে চায় তারা। অন্যদিকে, ২০১১ সালের পর আবারও শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় জাপান।
গ্রুপ পর্বের তিন ম্যাচে শতভাগ জয় জানান দিচ্ছে দুই মৌসুম পর চ্যাম্পিয়ন হতে কতটা মুখিয়ে এশিয়ার প্রতিনিধিরা। এদিকে, প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে সুইজারল্যান্ড-স্পেন।