রাঙামাটিতে তিন উপদেষ্টাসহ সরকারের প্রতিনিধি দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ২১৩৯ বার পড়া হয়েছে
পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি সেনা ক্যাম্পে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব: জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের তিন উপদেষ্টাসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় সংগঠনের নেতারা। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এদিকে গত তিন দিনের সংঘাতময় পরিস্থিতির কারণে থমথমে অবস্থা বিরাজ করছে তিন পার্বত্য জেলায়। পাহাড়ি ও বাঙালীদের একাধিক সংগঠনের ডাকা পাল্টাপাল্টি অবরোধে স্থবিরতা নেমেছে পুরো এলাকায়। পরিস্থিতি অবনতি হওয়ার আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।