রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলিতে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে দুই গ্রুপের গোলাগুলিতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। এতে বেশ কয়েকজন হতাহতের খবর শোনা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিশ্চিত করেনি। এ ঘটনায় মোহাম্মদ মনু মিয়া নামে এক বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহত মনু মিয়াকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। স্থানীয়রা জানায়, পাহাড়িদের আঞ্চলিক সংগঠন সন্তু লারমা সমর্থিত জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হলে ঘটনাস্থলেই দুই গ্রুপের দুইজন নিহত হন।