রাঙামাটিতে পর্যটকের আশানুরূপ সাড়া পাওয়া যায়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে রাঙামাটিতে পর্যটকের আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। ৬ দিনের টানা ছুটি থাকলেও হোটেলে আগাম বুকিং নেই। এ নিয়ে হাতাশায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এরপরেও নতুন করে সাজানো হয়েছে রাঙামাটির হোটেল মোটেল।
করোনার পর দুই বছর পর সর্বত্র ঈদের আমেজ। টানা ছয়দিনের ছুটি। পর্যটকদের টানতে দেশের অন্যতম পর্যটন শহর রাঙামাটিও নতুন করে সেজেছে। প্রস্তুত পর্যটন কেন্দ্র, আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ।
তবে পর্যটকদের তেমন সাড়া মেলেনি এবার। নেই হোটেলে আগাম বুকিং। অধিকাংশ রুম খালি পড়ে আছে।
করোনা মহামারীর পর আশানুরূপ সাড়া না পাওয়ায় হতাশ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রাঙামাটির পর্যটন খাতে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।