রাঙ্গামাটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে না গিয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সংক্রমণের উর্ধ্বগতি থাকলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। তবে, টিকা গ্রহণে জনসাধারণের মাঝে আগ্রহ বেড়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা সংক্রমণের হার ছিলো ৪০ শতাংশের বেশি। সংক্রমণ ছড়িয়েছে ১০ উপজেলায়। আক্রান্তের দিকে এগিয়ে আছে রাঙামাটি সদর ও কাপ্তাই । এদিকে সংক্রমণ বাড়লেও এখনো মানুষ অসচেতেনভাবেই ঘোরাফেরা করছে। মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন সবাই। তবে করোনার টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে জনসাধারণের মাঝে। বুস্টার ডোজের পাশাপাশি চলছে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম।
নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম ঠেকাতে সার্বক্ষনিক মাঠে রয়েছে জেলা প্রশাসন ও করোনা প্রতিরোধ কমিটি। চলছে সচেতনতামূলক কার্যক্রম। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ওমিক্রনের বিস্তার রোধে সাধারণ জনগণকে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছে জেলা প্রশাসন।