রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে তিন শিশু। এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। অন্যদিকে, রাঙামাটির সাপছড়ি এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছে। আহত হয় অন্তত ২৭ জন।
শুক্রবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। এঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। নিহত ৫ জন চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া রাঙামাটির সাপছড়ি এলাকায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয় একজন। আহত হয়েছে অন্তত ২৭ জন। কুমিল্লায় বাসের চাপায় মারা গেছে অটোরিক্সার এক যাত্রী।