রাজউকের সীমাহীন অনিয়ম, ঘুষ ও দুর্নীতি নিয়ে রীতিমত বোমা ফাটালেন রাশেদ কাঞ্চন
- আপডেট সময় : ০৯:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : একের পর এক ঘটনার জন্ম দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কর্মকর্তাদের ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের কারণে বার বার আলোচনায় আসছে রাজউক। এবার রাজউকের সকল রথী-মহারথীদের এক্স-রে, এম আর আই, ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড সহ রাজউক এর সকল দুর্নীতি নিয়ে এসএ টিভির জনপ্রিয় অনুষ্ঠান এসএ টিভি সংলাপে কথা বলবেন জনপ্রিয় উপস্থাপক রাশেদ কাঞ্চন।
এসএ টিভি সংলাপে আজকের বিষয় ‘রাজউক একটি কান্নার নাম; কান্না থামাবে কে?’।
জানা গেছে, এই অনুষ্ঠানটি আজ রাত ১১:৩০ মিনিটে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক নুরুল ইসলাম নাজেম, দৈনিক সমকালের বিশেষ প্রতিবেদন অমিতোষ পাল, রিহ্যাব এর সহ-সভাপতি কামাল মাহমুদ, নগর-পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান, দুদক আইনজীবী খুরশীদ আলম খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ।