রাজধানী ঢাকা এখন একেবারেই ফাঁকা
- আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা এখন একেবারেই ফাঁকা। রাস্তায় রিকশা, অটোরিকশা, বাস দেখা গেলেও, রয়েছে যাত্রী সঙ্কট। যাত্রীর জন্য বাস হেলপারদের হাঁকডাক থাকলেও মিলছে না যাত্রী। তবে ফাঁকা সড়ক পেয়ে, ঘুরে বেড়াচ্ছে নগরবাসী।
ঈদের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশেউৎসবে মাতোয়ারা মানুষ। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় নগরবাসীর ঈদ আনন্দে ছন্দপতন ঘটে।
তবে ঢাকার ব্যস্ত সড়ক পুরোপুরি ফাঁকা। দু’বছর পর কোটি ঢাকাবাসী ঈদ করতে গ্রামে গেছে। আর তাই পুরোপুরি বদলে গেছে ঢাকার চিরচেনা চেহারা। কোথাও নেই যানজট।
স্বস্তির পরিবেশে রাস্তায় হাঁটছেন উৎসব প্রিয় নগরবাসী। কেউ কেউ ফাঁকা সড়কের দৃশ্য মুঠোফোনে ধারন করছেন। স্বাচ্ছন্দে রিকশা, বাইক ও ব্যক্তিগত গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে।
ফাঁকা সড়কে রিকশা, অটোরিকশা, বাস দেখা গেলেও যাত্রী সঙ্কটে এসব পরিবহন। বাসের হেলপারদের যাত্রীর জন্য হাঁকডাক দিতে দেখা যায়।
চন্দ্রিমা উদ্যানসহ উন্মুক্ত বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ায় নগরবাসী। নির্মল পরিবেশে স্বস্তির কথা জানান তারা।
এদিকে ফাঁকা রাস্তা পেয়ে কোনো কোন যানবাহন ওভার স্পিডে চলাচল করে।এব্যাপারে সতর্কতার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
ফাঁকা ঢাকায় ভিন্ন চিত্রে স্বস্তির ঈদ আনন্দে রাজধানীর মানুষ।