রাজধানীতে ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
- আপডেট সময় : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঈদের কেনাকাটায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নানা উদ্যোগ নিলেও মিলছে না সুফল। ক্রেতারা বলছেন, লকডাউন শিথিলের সিদ্ধান্ত সঠিক হয়নি। আর বিক্রেতারা বলছেন, স্বাস্থ্যবিধি সম্পূর্ণরুপে না মানায় সংক্রমণ আরো বাড়তে পারে। আর, কেনাকাটায় স্বাস্থ্যবিধি না মানার সমালোচনা করেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। করোনার ভয়াবহতা ঠেকাতে সরকারের যে-কোন কঠিন সিদ্ধান্তও মানার কথা জানান তিনি।
বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগের কারণে ২৫ মার্চ থেকে অঘোষিত লকডাউনে দেশের গরীব ও দুস্থদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকায় নেমে আসে বিপর্যয়।
এরই মধ্যে ঈদকে সামনে রেখে দেশের প্রান্তিক আয়ের মানুষের কথা ভেবে সীমিত পরিসরে মার্কেট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
নামি দামি মার্কেট বন্ধ রাখা হলেও সরকারি সিদ্ধান্তে কেনাকাটার জন্য খুলে দেওয়া হয় রাজধানীসহ সারাদেশের অনেক মার্কেট ও শপিং মল। কিন্তু সেখানে প্রদত্ত শর্ত ক্রেতা বিক্রেতা কেউ মানছেন না।
এলিফ্যান্ট রোডের প্লাস পয়েন্টের চিত্র এটি। স্বাস্থ্য বিধি না মেনেই চলছে কেনাকাটা। টিভি ক্যামেরা দেখার পর সচেতন হন তারা। অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠে ক্রেতারা।
বেশ কয়েকটি শপিংমল ঘুরে দেখা মেলে স্বাস্থ্য বিধি না মানার অসংখ্য চিত্র। বিক্রেতারা স্বাস্থ্য বিধি মানার কথা জানালেও অকপটে স্বীকার করছেন সত্যিটা।
করোনা মহামারিতে যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে, সে মুহুর্তে লকডাউন কঠোর না করে বরং শিথিল করায় সংক্রমণের সংখ্যা বাড়ার আশঙ্কা তাদের।
আর ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে আসলেও ধীরে ধীরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শপিংমল খুলে দেয়ার সমালোচনা করেন।
ঈদের কেনাকাটায় ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানার কথা স্বীকার করে, করোনা প্রতিরোধে সরকারে যে কোন পদক্ষেপকে সমর্থন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।
করোনা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে সরকার-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।