রাজধানীতে গরু চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
রাজধানীতে গরু চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সারাদেশের গরুর বাজার, টার্গেট করে মাত্র কয়েক মিনিটের মধ্যে চুরি করে, রাজধানীর নির্দিষ্ট কসাইদের কাছে কম দামে বিক্রি করে চক্রটি। দারুস সালাম থানায় একটি গরু চুরির মামলা তদন্তের পর এসব তথ্য উঠে আসে গোয়েন্দাদের কাছে। তারা বলছেন, কসাইদেরকে খুঁজে বের করার পাশাপাশী ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানীর পশুর বাজারেও গোয়েন্দা নজারদারী জোরদার করা হবে।
ভ্যান চালক, পিক-আপ চালক ও দিন মজুরদের নিয়ে গরু চোর চক্র গড়ে তুলেন মূল হোতা জাকির হোসেন। ৮/১০ বছর ধরে গরু চুরি করে ঢাকায় এনে তাদের কোরামের কসাইদের কাছে কম দামে বিক্রি করতো চক্রটি।
চক্রের সদস্যরা সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নাটোর ও রাজশাহীর বিভিন্ন পশুর হাটে ৩ ভাগে বিভক্ত হয়ে অল্প সময়ের মধ্যে গরু চুরি করে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আর এ গরু চুরির টাকায় চক্রের মূল হোতা জাকির রাজধানীতে গড়ে তুলেন বাড়ীও।
রাজধানীর দারুস সালাম থানায় সিরাজগঞ্জের বেলকুচির আছির উদ্দিনের করা একটি মামলা তদন্তের পর এমন অভিনব চুরির ঘটনার সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের কথা জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার।
ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাটে গোয়েন্দা নজরদাবী বাড়ানো হবে বলেও জানান তিনি। চোরাই গরু ক্রেতা কসাই ও চক্রের অন্য সদস্যদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান হারুন অর রশীদ।