রাজধানীতে গাড়ির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে। এসময় গাড়িটিও জব্দ করা হয়।প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। এর প্রতিবাদে মতিঝিল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এতে তিব্র জানযটনের সৃষ্টি হয় পুরো এলাকায়।