ঢাকা মহানগর ও আশপাশ এলাকার চোর চক্রের ৪ সদস্যসহ মোট ৬ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
আবাসিক এলাকায় ফ্ল্যাটে চোর চক্রের প্রধানসহ ৪ সদস্য এবং ঢাকা মহানগর ও আশপাশ এলাকার ২ স্বর্ণের দোকানের মালিকসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৯ ভরি স্বর্ণ ও ৮২ ভরি রূপাসহ নগদ প্রায় ১৭ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।
প্রথমে বাসা-বাড়ির ছাদে রোদে দেওয়া জামাকাপড় চুরি। সেই চোরাই মাল বিক্রি করতে গিয়ে একে অন্যের সঙ্গে পরিচয়। এরপর জোটবদ্ধ হয়ে চুরি করা। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় ফ্লাট বাসা যখন খালি থাকে তখন দরজা ভেঙে চুরি। এভাবে ৫০ বছর ধরে ৫০০ এর বেশি চুরি করেছে চক্রটি।
রাজধানীর পল্লবী ও তাঁতীবাজার এবং গাজীপুরের টঙ্গি এলাকায় অভিযান চালিয়ে চক্রটির প্রধানসহ ৪জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
ডিবি প্রধান জানান, সুবিধামতো ভবন টার্গেট করে বিভিন্ন ফ্লোরে ঘুরে যে সকল বাসার প্রধান দরজা লক করা থাকে সেই বাসায় বিশেষভাবে তৈরি অস্ত্র দিয়ে দরজা ভেঙে চুরি করে এইচক্র।
এ সময়, কোনো ব্যবসায়ী যেন চোরাই স্বর্ণ না কেনে সে আহ্বানও জানান হারুন অর রশীদ।