রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেমে গণপরিবহন চলাচল বন্ধ হচ্ছে আজ থেকে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেমে গণপরিবহন চলাচল বন্ধ হচ্ছে আজ থেকে।পরিবহন মালিক সমিতির দেওয়া তিন দিনের ডেডলাইন শেষ হয়েছে গতকাল। সেই হিসেবে আজ থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেম বন্ধ হচ্ছে।
ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত ৭ নভেম্বর ঢাকায় ডিজেলচালিত বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোর ভাড়া বাড়বে না। তবে ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও এখনও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সরেজমিনে দেখা গেছে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে প্রতিটি বাসেই চলছে বাকবিতণ্ডা।
যাত্রীরা জানান, সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তার থেকে এখনও অতিরিক্ত ভাড়া নিচ্ছে যাত্রীরা।