রাজধানীতেই অন্তত পাঁচ হাজার বেডের হাসপাতাল প্রস্তুত হচ্ছে
- আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার প্রকোপ বাড়তে থাকায় রাজধানীতেই অন্তত পাঁচ হাজার বেডের হাসপাতাল প্রস্তুত হচ্ছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের আহ্বায়ক ড. হাবিবুর রহমান খান। এছাড়া এই সময়ে নন-ক্যাডার ২ হাজার ডাক্তার ও প্রায় ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা বিষয়ে মন্ত্রণালয়ের সবশেষ গৃহীত পদক্ষেপ জানাতে গিয়ে তিনি এসব বলেন।
দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক মাধ্যমেই করোনা সংক্রান্ত নানা ভুল তথ্য যেন প্রচার না হয় এবং প্রয়োজনে সংশোধন করা যায়, সে লক্ষ্যে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় গঠন করে ৫ সদস্যের মিডিয়া সেল।
সচিবালয়ে আয়োজিত প্রথমসভা শেষে সাংবাদিক সম্মেলনে এই সেলের কর্মতৎপরতা তুলে ধরেন ড. হাবিবুর রহমান খান। রাজধানীতে করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন করতে বেসরকারীভাবে বসুন্ধরাসহ সরকারী বেশকটি হাসপাতালে নতুন বেডের কথা জানান তিনি।
করোনা চিকিৎসায় প্রশিক্ষিতি চিকিৎসক ও নার্স বাড়ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শীঘ্রই প্রায় ৮ হাজার জনবল পাবে মন্ত্রণালয়।
করোনা পরীক্ষা বাড়ছে, তাই কীটের কোন সমস্যা আছে কি না এমন প্রশ্নেরও জবাব দেন তিনি।
এখন থেকে করোনার গুজব প্রতিহতে করনীয় ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে কাজ করবে নবগঠিত এই মিডিয়া সেল।