রাজধানীর উত্তরায় ক্রেন উল্টে গার্ডার চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ জন যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় ক্রেন উল্টে গার্ডার চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। বিকেলে গার্ডারটি স্থানান্তরের সময় ক্রেন উল্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় গার্ডারটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডারের চাপে থেতলে যায় কারটি। গাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় যাত্রীদের টেনে বের করে স্থানীয়রা। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন। নিহতরা হলেন রুবেল, ঝর্ণা, জান্নাত ও জাকারিয়া। আহত হয়েছেন হৃদয় ও রিয়া মনি। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।