রাজধানীর নিত্যপণ্যের বাজারে কোনভাবেই কমছে না উত্তাপ
- আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর নিত্যপণ্যের বাজারে কোনভাবেই কমছে না উত্তাপ। চাল,ডাল,তেলসহ সব পণ্যের দাম বাড়ানো হচ্ছে প্রতিদিন। স্বস্তি নেই মাছ, মাংসসহ শাক-সবজির বাজারেও। কোন কিছুতেই দাম কমার লক্ষণ দেখছে না ক্রেতারা। আমদানী বন্ধ এবং উৎপাদন কম এমন অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা।তবে, পাইকারী দোকানদাররা বলছে, বাজার মনিটরিং জোরদার হলে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব।
রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম।চাল,ডাল, ভোজ্য তেলসহ সব ভোগ্য পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা।
অভিযান চালানোর পর ও চালের বাজার নিয়ন্ত্রণেই নেই। নাজিরশাইল, মিনিকেট, আটাশ, বাসমতি, কাটারিভোগ সব ধরণের চালের দামই উর্ধ্বমূখী।
স্বস্তি নেই মাছ বাজারেও। ক্রেতারা বলেছেন সব মাছের দাম বেড়েছে। তবে, মাছ বিক্রেতারা দাবী করছেন, সব মাছের দাম বাড়েনি, ইলিশ,চিংড়িসহ সামুদ্রিক মাছ গুলোর দাম কিছুটা বেড়েছে।
গরুর মাংসের দাম নিয়ে রয়েছে নানা বিতর্ক। বিভিন্ন দোকানে ক্রেতার কাছ থেকে ভিন্ন ভিন্ন দাম রাখছেন বিক্রেতারা। তবে এমন অভিযোগ ঠিক নয় বলছেন মাংস বিক্রেতারা। এদিকে একদিনের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরুগির দাম । এছাড়া সোনালী ও দেশী মুরগির দামে আসেনি নতুন কোন পরিবর্তন।
শাক সবজির মূল্য আরও কম হলে স্বস্তি পেতেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগের জবাবে বিক্রেতারা বলছেন, আমদানি বন্ধ থাকায় সবজির দাম চড়া।
বাজার মনিটরিং এর বিষয়টি আরও জোরদার করলেই উর্ধ্বমূখী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব দাবী সাধারণ মানুষের।