রাজধানীর পান্থপথের এক আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের এক আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জান্নাতুল নাঈম সিদ্দীক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও গাইনি বিষয়ের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানিয়েছে, ওই হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। পরে, সুযোগ বুঝে কথিত ওই স্বামী জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তাকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পান্থপথের ওই আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।