রাজধানীর প্রতিটি শপিংমলে ভিড় লেগেছে ক্রেতাদের
- আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর প্রতিটি শপিংমলে ভিড় লেগেছে ক্রেতাদের। সকাল থেকে মধ্য রাত অবধি মার্কেটে ভিড় কমছে না। ক্রেতাদের এমন ভিড়ে খুশি বিক্রেতারা। সব থেকে বেশি বেচাবিক্রি চলছে তৈরি পোশাকের দোকানগুলোতে। ব্র্যান্ডের শো-রুমগুলো অনেক দিন পর ফিরে পেয়েছে প্রাণ। তবে বিক্রেতারা বলেছেন, শেষ দিকে বিক্রি বাড়লে লকডাউনে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা।
ঈদের আর মাত্র কদিন বাকি। তাই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেও থেমে নেই ঈদ কেনাকাটা। শপিংমলে কিংবা ফুটপাত সবখানেই ক্রেতাদের উপচেপড়া ভিড়। বাড়তি ভিড় এড়াতে রাজধানীর শপিংমলগুলোতে দিনের শুরুতই কেনাকাটা করতে এসেছেন অনেকেই।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাসমাগম বাড়ে কয়েকগুণ।
শিশু ও মেয়েদের পোশাকের দোকানগুলোতে ক্রেতা সমাগম বেশ। পিছিয়ে নেই ছেলেদের পোশাকের দোকানগুলোও। প্রায় প্রতিটি দোকানেই রয়েছে বেচা-কেনায় ব্যস্ততা। ক্রেতারা বলছেন, করোনার এ সময়ে অর্থ সংকটে আছেন অনেকে। তবু পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন তারা।
নতুন পোশাকে ঈর আনন্দ উপভোগ করতে বাবা মায়েল হাত ধরে মার্কেটে এসেছে ছোট্ট শিশুরাও। সামনে বিক্রি আরো বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের । শেষ দিকে বিক্রি বাড়লে লকডাউনে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেয়া যাবে বলেও জানান, বিক্রেতারা। শপিংমলে স্বাস্থ্যবিধি মানার সচেতনতা বেড়েছে। বারবার মাইকিং করেও সতর্ক করা হচ্ছে ক্রেতা সাধারণ-কে ।