রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন

- আপডেট সময় : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
দাউ দাউ করে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেট। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৪৮টি ইউনিট। সেই সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর সম্মিলিত দলও। আজ ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় দিশেহারা ব্যবসায়ীরা। তারা জানান, ভোর ৬টার দিকে আগুন লাগে। মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। দোকানিদের অভিযোগ, আগুন লাগার খবর পেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আসায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের ৫ হাজার দোকান পুড়ে গেছে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর থেকে জানানো হয়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে।