রাজধানীর বাইরে লকডাউন না মানায় মামলা ও জরিমানার হার বেড়েছে
- আপডেট সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজধানীর বাইরের মানুষ লকডাউন না মানতে নানা অজুহাত দেখালেও বেড়েছে মামলা ও জরিমানার হার।
লকডাউনের সপ্তম দিনে ময়মনসিংহে কঠোর অবস্থানে প্রশাসন। নগরীর মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশের পাহারা। ৬৩টি মামলায় ৩৩ হাজার ৯০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মৌলভীবাজারে দোকান খোলার অপরাধে শহরের চৌমুহনায় এক দোকানীকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া- ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে আরো ৭৫ হাজার ৪০০ টাকা জরিমানা।
জেলা প্রশাসকসহ মানিকগঞ্জের ৭টি উপজেলা নির্বাহী অফিসার লকডাউন উপক্ষো করে বিনা কারণে বাজার ঘাটে বের হওয়ায় জরিমানা করছে। পুলিশ প্রশাসন বেশ কিছু পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে চলছে এই নিয়ন্ত্রণ।
যানবাহন ও জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে সিরাজগঞ্জের ১২টি পয়েন্টে বসেছে চেকপোস্ট। গেলো ২৪ ঘন্টায় জেলায় ৪টি ভ্রাম্যমাণ আদালত ২২টি মামলায় ২৭ জনকে জরিমানা করেছে।
সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। গেলো ২৪ ঘন্টায় ৫৪টি মামলায় ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা গুনেছে অনেকে।