রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম
- আপডেট সময় : ০১:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। কেজিতে ২০ থেকে ৪০ টাকা বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। আবারও বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর দাম। সহজলভ্য কাঁচা পেপের কেজি ছুঁয়েছে ৮০ টাকা। দাম বেড়েছে কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির। সরবরাহে কমতি না থাকলেও বাড়তি মশলা ও চালের দাম। স্বস্তি ফেরার খবর নেই রাজধানীর কাঁচা বাজারে।কোরবানি ঈদের আগেই বেড়েছে মশলার দাম। এলাচিতে ৫০০ থেকে ৬০০ টাকা বৃদ্ধি পেয়ে কেজি এখন ৩ হাজার টাকা।
খুচরা বাজারে আবার বেড়েছে পেঁয়াজের দাম। ৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। আদার কেজি ২৫০ টাকা।
পাইকারি বাজারে দাম বৃদ্ধির অজুহাতে খুচরা বাজারে চালের কেজিতে বেড়েছে এক থেকে দুই টাকা।
অনেক আগে থেকেই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে মাছ-মাংস। চাষের পাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছের কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা।
বয়্রলার মুরগির কেজি ২০ টাকা বৃদ্ধি পেয়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। হাড়- চর্বি মেলানো গরুর মাংসের কেজি ৭৮০ টাকা। হাঁড়-চর্বি ছাড়া কিনতে হলে গুনতে হচ্ছে হাজার টাকা।
সবজির দামে বরাবরের মত হেরফের থাকলেও সবসময় সহজলভ্য কাঁচা পেপের দাম হঠাৎ আকাশচুম্বি। কেজি এখন ৮০টাকা। আবারও অস্বাভাবিক কাঁচা মরিচের দাম। ৫০-৬০ টাকা কেজির কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে খরচের সাথে পেরে উঠতে পারছেন না ঢাকায় আসা সাধারণ মানুষেরা।