রাজধানীর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। এ সপ্তাহে বেড়ে গেছে আদা, রসুন ও ভোজ্য তেলের দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সব্জি। ৮০ টাকার নিচে মিলছে না কোন সবজি। আমদানি যথেষ্ট থাকলেও নাগালের বাইরে রয়েছে মাছের দাম। এতো ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিরূপ আবহাওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। তবে স্থিতিশীল মাংসের বাজার।
রাজধানীর বাজারগুলোতে শুক্রবার চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের শাক-সবজি। এমন বাড়তি দরে অস্বস্তি নিম্ন আয়ের মানুষদের মধ্যে। বাজারের করলা, বেগুন, বরবটিসহ ৮০ টাকার নিচে মিলছেনা কোন সবজিই। শাকের প্রতি মুঠি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা দরে। ব্যবসায়ীদের অজুহাত বন্যা ও বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে ফসলি জমি, এ কারণে বেশি দাম গুণতে হচ্ছে ক্রেতাদের।
হঠাৎ করেই যেন বেড়েছে আদা, রসুন ও ভোজ্য তেলের। কেজি প্রতি আদার দাম বেড়েছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সয়াবিন তেল লিটর প্রতি বেড়েছে ২ থেকে ৩ টাকা। মাছের আমদানি যথেষ্ট তারপরও চড়া দামে বিকিকিনি হচ্ছে সব ধরণের মাছ। ভরা মৌসুমে হালিতে ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ। তবে, ছোট মাছের দাম কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। মাংসের বাজারে ব্রয়লার মুরগী ১৩০ টাকা কেজি বিক্রি হলেও গরু আর খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।