রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট
- আপডেট সময় : ০১:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গরমের মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ৩ মাসের ছুটি নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে। কাউকে দায়িত্ব না দিয়েই আমেরিকায় বসে অনলাইন অফিস করছেন তিনি। তবে ওয়াসার এমডির দাবি প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করে, নিয়ম মেনে এবং বৈধভাবেই এসেছেন। গুরুত্বপুর্ন কাজগুলো তিনি জুম মিটিংয়ে সংযুক্ত থেকেই পালন করেন। এতে কোন ধরণের সমস্যা হচ্ছে না বলেও তিনি জানান।
চলছে গরমের মৌসুম, অন্যদিকে রমজান আর করোনা মহামারির এই সময়ে যদি পানির সংকট দেখা দেয়, তাহলে নগরবাসীর দুর্ভোগ কোন পর্যায়ে দাড়ায় তা এ মানুষগুলোর অবস্থা দেখলেই বোঝা যায়। রাজধানীর মিরপুর দুই নাম্বারে কাঠাল বাগান এলাকায় প্রথম রমজান থেকেই পানির জন্য হাহাকার।
গত ২ থেকে ৩ মাস ধরে রাজধানীর মিরপুর, বাড্ডা, ভাটারা নতুন বাজার, শাহজাদপুর এলাকায় তীব্র পানির সংকট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ।
শাহাজাদপুরের খীলবাড়িরটেক এলাকার মানুষ পানি না পেয়ে দুর্ভোগের কথা জানান।
অনেকের দাবি পানি বিক্রির জন্যই কৃত্রিম সংকট তৈরির কারণে তাদের এমন দুর্ভোগ।
এমন পরিস্থিতিতে ঢাকা ওয়াসার এমডির তিন মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের ছুটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে কাউকে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব না দিয়েই তিনি আমেরিকায় অবস্থান করছেন। এমন প্রশ্নের উত্তর খুজতে অনলাইনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের কাছে প্রশ্ন, কোন নিয়মে আমেরিকায় বসে অফিস করছেন তিনি?
ঢাকায় থাকতেও করোনা পরিস্থিতির মধ্যে বাসায় বসে অনলাইন অফিস করতেন জানিয়ে তিনি বলেন, এখন শুধু স্থান পরিবর্তন হয়েছে। বাকি সব নিয়ম মতোই চলছে।
গরমের কারণে পানির সামান্য সংকট দেখা দিয়েছে জানিয়ে তিনি জানান, এসব সমস্যা সমাধানে কাজ করছে ওয়াসা।