রাজধানীর ব্যবসায়ী রাকিব হত্যাচেষ্টার প্রধান আসামি ফিরোজসহ ৬ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
রাজধানীর ফুলবাড়ীয়ার জাকের সুপার মার্কেটে ব্যবসায়ী রাকিব হত্যাচেষ্টার প্রধান আসামি ফিরোজসহ ৬ জনকে গ্রেফতার করেছে রেব।
বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান। তিনি বলেন, রাজধানীর গুলিস্তান, নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে, তাদেরকে আটক করা হয় । গ্রেপ্তার হওয়া প্রধান আসামি ফিরোজ একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। বাকিরা সবাই ফিরোজ বাহিনীর সদস্য। ফুলবাড়িয়া জাকির সুপার মার্কেটে সকল ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় ,করতো চক্রটি।