রাজধানীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ
- আপডেট সময় : ০৭:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন করে গাড়ির নিবন্ধন না দেয়া, ছোট গণপরিবহন বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ, ফুটপাত দখলমুক্ত করাসহ নানা পরামর্শ দেন তারা। এদিকে, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যানজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনারে একথা বলেন তারা।
মেগাসিটি ঢাকা। সব সময়ই কম-বেশি যানজটের শিকার এক ব্যস্ত নগরী। তবে, সম্প্রতি অসহনীয় যানজটে নাকাল রাজধানীবাসী।
দিন-রাত প্রায় প্রতিটি সড়কে থাকে তীব্র যানজট। এতে নাভিশ্বাস উঠে গেছে নগরবাসীর। এমন পরিস্থিতিতে, যানজট নিরসনে করণীয় ঠিক করতে, সেমিনার করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশন.. ডুরা।
এতে অংশ নিয়ে যানজট নিরসনে পরামর্শ তুলে ধরেন সড়ক পরিবহন বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা।
সড়ক অবৈধ দখলমুক্ত করা ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নেরও পরামর্শ দেন বিশিষ্টজনরা।
সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক পরিবর্তনের কারণে মানুষের গাড়ি ব্যবহারের প্রবণতা বাড়ছে।
মন্ত্রী জানান, রাজধানীর সড়কগুলোর ধারণক্ষমতা বিবেচনা করে আধুনিক সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে সরকার।