রাজধানীর শের-ই-বাংলা নগরে বিশাল প্রাঙ্গনে চলছে জাতীয় বৃক্ষ মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নগরবাসীর কাছে যান্ত্রিক শহরে প্রাণভরে নি:শ্বাস নেয়ার জায়গা এখন জাতীয় বৃক্ষ মেলা। দেশি বিদেশি হরেক রকমের ফুল, ফলের গাছে সেজেছে মেলা অঙ্গন। মেলায় সব বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
‘বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’–এমন প্রতিপাদ্য নিয়ে রাজধানীর শের-ই-বাংলা নগরে বিশাল প্রাঙ্গনে চলছে জাতীয় বৃক্ষ মেলা।
মেলায় সব বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
শারিরীক, মানসিক সুস্থতার জন্য হলেও, বৃক্ষ মেলায় সাবর আসা উচিত বলে জানান দর্শনাথীরা।
বৃক্ষ মেলা শিশু কিশোরের মাঝে নিয়ে এসেছে বাড়তি আনন্দ।
মানুষের মাছে বৃক্ষ সচেতনতা বেড়েছে বলে জানান বন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা।
এবারের মেলায় ১১০টি স্টলে নানা প্রজাতির আম, মাধবীলতা ফুল, হরেক রকম গোলাপসহ হাজারো ফুল, ফলের গাছের সমাহার ঘটেছে।