রাজধানীর সড়কে প্রতিদিন তীব্র হচ্ছে যানজট
- আপডেট সময় : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর সড়কে প্রতিদিন তীব্র হচ্ছে যানজট। ক্রমেই তা অসহনীয় হয়ে উঠেছে। যানজটের তথ্যচিত্র প্রতিদিন সংবাদের শিরোনাম হলেও প্রতিকারের কোন ব্যবস্থা চোখে পড়ছে না নগরবাসীর। একদিকে অসহ্য গরম, অন্যদিকে সড়কে যানজটে নাকাল মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ। ট্রাফিক পুলিশের দাবি, যানজটের তীব্রতা ধীরে ধীরে কমবে।
ঢাকার সড়কে এমন তীব্র যানজটের দৃশ্য নিত্যদিনের । ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে রাজধানীবাসী।
সকাল থেকে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে সে সারি আরো দীর্ঘ হচ্ছে। উপায়ন্ত না দেখে কেউ কেউ পায়ে হেঁটে যাত্রা করেন গন্তব্যে।
বাড্ডা, হাতিরঝিল, গুলশান, মহাখালী,বনানী, ধানমন্ডি, গাবতলী, মতিঝিল, মুগদা, মিরপুর, উত্তরা, শাহবাগসহ বিভিন্ন এলাকায় দেখা যায় তীব্র যানজট।
দিনভর যানজটে নাকাল নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।
যাত্রীরা বলছেন, রোজার শুরু থেকেই সড়কে বেড়েছে যানজট। গাড়ি চালকরা নিয়মনীতি না মানায় পরিস্থিতি খারাপ হচ্ছে।
যানজট মোকাবেলায় হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ধীরে ধীরে যানজট নিয়ন্ত্রণে আসার দাবি করেছেন ট্রাফিক সার্জেন্ট।
যানজটের দুর্ভোগ থেকে রক্ষা চায় নগরবাসী।