রাজধানীর সায়েন্সল্যাবের বিস্ফোরণে এখনও নাশকতার আলামত মেলেনি : মো. মাইন উদ্দিন
- আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে গতকাল যে বিস্ফোরণ হয়েছে সেটা দুর্ঘটনা দাবি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, এটা ম্যাসিভ দুর্ঘটনা। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি।
দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণার কথা জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ভেতরে পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি।
ডিজি আরও বলেন, দুর্ঘটনা নাকি অন্য কারণে সায়েন্সল্যাবের ঘটনা, তা জানতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ গতরাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
আজ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত তিনজন হলেন- নরসিংদীর সাদিকুর রহমান তুষার, রাজবাড়ীর সফিকুজ্জামান ও টঙ্গীর আব্দুল মান্নান। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী।