রাজধানীর ৭৩ শতাংশ অবকাঠামোই অপরিকল্পিত : নগর বিশেষজ্ঞরা
- আপডেট সময় : ০৭:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
রাজধানীর ৭৩ শতাংশ অবকাঠামোই অপরিকল্পিত। আর পাবলিক স্পেস ও রাস্তার জন্য বরাদ্দ জমির পরিমাণ খুবই সীমিত। একারণেই ঢাকাকে দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ নগরী বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। সকালে রাজধানীতে এক গোলটেবিলে বক্তারা এসব কথা বলেন। অবকাঠামো নির্মাণে নিজের পাশাপাশি প্রতিবেশীদের কথাও ভাবার আহবান জানান আলোচকরা।
বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ হিসেবে পরিচিত। ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট ২০২২ অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকির দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে দুর্যোগের ক্ষেত্রে আরও ঝুঁকিপুর্ণ করেছে।
এমন ঝুঁকি মোকাবিলায় করনীয় ঠিক করতে রাজধানীর প্লানার্স টাওয়ারে ‘নগর দূর্যোগ ঝুঁকিও করণীয় প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি।
আলোচকরা বলেন, দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে, বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে নগরবাসী।
অবকাঠামো নির্মাণের নিয়ম মানার কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অবকাঠামো নির্মাণে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে।
পুকুর, মাঠ কিংবা জলাশয় দখল করার আগেই পরিকল্পনার আওতায় আনার আনার আহবান জানান ড. একে আব্দুল মোমেন