রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস
- আপডেট সময় : ০১:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। এবারের স্লোগান-আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ১৪ জনের মৃত্যুর খবর উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে দুজনেরও বেশি রয়েছেন মোটরসাইকেল চালক কিংবা আরোহী। নিরাপদ সড়ক চাই-নিসচা’র ১১ বছরের বার্ষিক প্রতিবেদনে আজ এ তথ্য উঠে এসেছে।
এদিকে.. নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সকালে পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও বিআরটিএ জামালপুর সার্কেলের আয়োজনে শহরের বকুলতলা থেকে বের হয় শোভাযাত্রা। পরে কালেক্টরেস সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউর রহমান। এ সময় বক্তারা আইন মেনে সড়কে চলার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহবান জানান।