রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে নাঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। রাজনীতি কোন পেশা নয় এটি জনগনের সেবা করার পথ। এর ব্যতিক্রম যারা করে তারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় তিনি একথা বলেন।এদিকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে তাদেরকে উচিত জবাব দেয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ” স্বেচ্ছাশ্রমে বাংলাদেশঃ বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা” শীর্ষক এ আলোচনায় বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এ সময় তিনি বলেন, রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করলে জনগণ ক্ষমা করবে না।
এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়নে যেমন প্রয়োজন তেমন অভ্যন্তরীন স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্কও দরকার। এই স্থিতিশীলতা নষ্ট করতে অপচেষ্টা এখনো চলছে বলে সতর্ক করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় করোনা, বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।