রাজনীতির নামে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা মেনে নেয়া হবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
ধর্মের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিতে মানুষ পুড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা মেনে নেয়া হবে না। দেশের কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নাশকতা করছে বলেও মনে করেন তিনি। গণভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে চায় আওয়ামী লীগ বলেও জানান শেখ হাসিনা।
গণভবন প্রাঙ্গণে বড় দিনের শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন দেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা খৃস্টান ধর্মীয় নেতারা।
বিশ্বের সকল খৃস্টান ধর্মের মানুষকে বড় দিনের শুভেচ্ছা জানান শেষ হাসিনা। বলেন, বাংলাদেশের মাটি সকলের জন্য; তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করেছে।
প্রধানমন্ত্রী বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বলেন, মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের পাঁয়তারা বাংলার মাটিতে সফল হবে না।
বদলে যাওয়া বাংলাদেশের কথা তুলে ধরে তিনি জানান, কোভিড আর যুদ্ধ না থাকলে আরও এগিয়ে যেত দেশ।
গণভবনে আয়োজিত অনুষ্ঠান শেষে কেক কেটে বড়দিন উদযাপনের উদ্বোধন করেন শেখ হাসিনা।