রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সন্ধ্যায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি
- আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক অস্থিরতার মধ্যে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করা করবে সিইসির ভাষণ। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান। তিনি বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নির্বাচন কমিশন ভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজনৈতিক অস্থিরতা, বিরোধী দলগুলোর বিরোধীতা আর বিদেশীদের নানা তৎপরতার মধ্যেই, সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল কার্যক্রম ঘিরে, সরগরম নির্বাচন কমিশন সচিবালয়।
সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম। জানান, বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চুড়ান্ত হবে কমিশন সভায়। এরপর সন্ধা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য পরিবেশ স্বাভাবিক রয়েছে।
এদিকে.. তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে। নেয়া হয়েছে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা।