রাজনৈতিক উস্কানিতে আন্দোলন চালানোর অভিযোগ ওবায়দুল কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে নিরাপদ সড়কের লক্ষ্যে বিআরটিএ কর্তৃক আয়োজিত রোড শো পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। কাদের বলেন, একটি রাজনৈতিক দলের মহানগরের এক নেত্রী স্কুলের পোশাক পরে রামপুরা এলাকার রাস্তায় দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের উস্কানি দিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে অনেকে আন্দোলন স্থগিত করেছেন উল্লেখ করে কাদের বলেন, আন্দোলনটা গত দু’দিন ধরে রামপুরায় সীমাবদ্ধ। নিরাপদ সড়কের আন্দোলন যে কারণে হচ্ছে, সেই কারণগুলো অযৌক্তিক নয় বলেও মত দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।