রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও ইভিএমে ভোটগ্রহণ অশনি সংকেত : ড. কামাল
- আপডেট সময় : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অধিকাংশ দলের আপত্তি সত্ত্বেও ১৫০ আসনে ইভিএমে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্ত দেশের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত বলে হুঁশিয়ারী দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন।
সকালে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে না। রাষ্ট্রের কাছ থেকে প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে জনগণ। আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটাতে হবে বলে জানান তিনি৷ গণতন্ত্র আজ নির্বাসিত, স্বৈরাচারী সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের কারণে দেশে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, দেশকে বাঁচানোর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে একটি সত্যিকারের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন।একইসঙ্গে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও মন্তব্য করেন গণফোরাম সভাপতি।