রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগামী সংসদ নির্বাচনে দেড়শ’ আসনে ভোট হবে ইভিএমে
- আপডেট সময় : ০৮:২১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, প্রস্তাবটি দু’এক দিনের মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দেয়া হবে। বর্তমানে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করা সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর বিতর্কের মধ্যেই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ১৫০আসনে ভোট গ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ পদ্ধতির ভোটকে সাধুবাদ জানালেও বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল শুরু থেকেই বিরোধিতা করে আসছে। নির্বাচন কমিশন মনে করে, ইভিএমেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।
ইভিএমে ভোট গ্রহণকে সামনে রেখে সকালে নির্বাচন ভবনে বসে কমিশনে বৈঠক। সভায় দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট গ্রহণে ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাব অনুমোদন দেয় কমিশন।
মোট ২ লাখ ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যার হাউজ, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ধরা হয়েছে।
পরিকল্পনা কমিশন অনুমোদন দিলে তার আলোকে প্রস্তুতি নেয়ার কথাও জানান মোহাম্মদ আলমগীর।