রাজনৈতিক সহিংস কর্মসূচিতে সবচেয়ে ক্ষতির মুখে পরিবহন খাত
- আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
হরতাল- অবরোধ আর জ্বালাও পোড়াওয়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পরিবহন সেক্টর।সড়কে সহিংসতার আশঙ্কায় দিন কাটাচ্ছেন উত্তরাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকরা। প্রতিদিনের ক্ষতি কোটি কোটি টাকা। আয় বন্ধ হয়ে যাওয়ায কষ্টে আছে শ্রমিকরা।
উত্তরাঞ্চলের টার্মিনালগুলোতে সারি সারি পড়ে আছে বাস-ট্রাক।বিভিন্ন গ্যারেজ আর স্ট্যান্ডে আছে কার, মাইক্রোবাসসহ নানা যানবাহন।হরতালে-অবরোধে বেশির ভাগেরই ঘুরছে না চাকা। আন্দোলনকারীদের প্রধান টার্গেটই এখন পরিবহন। সব ক্ষোভ আর প্রতিবাদ যেন তাদের উপরেই।
যে শ্রমিকরা দিন-রাত পরিবহনের চাকা ঘোরান তারাও এখন অলস সময় কাটাচ্ছেন। চরম কষ্টে কাটছে তাদের দিন। পরিবহন চলাচলে আরো নিরাপত্তার দাবী জানান,রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা । হরতাল অবরোধে ক্ষতিগ্রস্ত পরিবহন ও হতাহত শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান পরিবহন মালিক- শ্রমিকরা।