রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এ বছর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।এদিকে, নির্বাচনী সহিংসতায় মাগুরা ও গাইবান্ধায় ১১ জন আহত হয়েছেন।
রাজবাড়িতে নিজ বাড়ির সামনে খুন হন আওয়ামী লীগ নেতা সাবেক ওই ইউপি চেয়ারম্যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু হাসপাতলে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার সময় পথে মারা যান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দীন জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা তদন্তের পর বলা যাবে।
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।স্থানীয়রা জানান- বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শ্রীকুন্ডি গ্রামে বিজয়ী হন আকিদুল ইসলাম।এতে প্রতিপক্ষ প্রার্থী মোশারফ শিকদারের লোকজন ক্ষিপ্ত হয়ে আকিদুলের সমর্থকদের উপর হামলা চালায়।এতে ১০ জন আহত হয়।আহতদের মধ্যে ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়ের রয়েছে।
এদিকে, নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউপি’র নৌকা মার্কায় নির্বাচিত চেয়ারম্যান হারুন-অর রশিদ ইদু প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। গেলরাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলের প্রস্তুতির সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এছাড়াও নির্বাচন পরবর্তীতে বেশ কয়েটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে।