রাজশাহী ও পাবনায় উদযাপিত হয়েছে হানাদারমুক্ত দিবস
- আপডেট সময় : ০৯:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী ও পাবনায় উদযাপিত হয়েছে হানাদারমুক্ত দিবস।
একাত্তরের এই দিনে পাক হানাদারমুক্ত হয় রাজশাহী জেলা। এর দু’দিন আগে দেশ স্বাধীন হলেও রাজশাহীতে বিজয়ের পতাকা উড়েছিল আজকের এই দিনে। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহীতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান ও রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমানসহ উপস্থিত ছিলেন অনেকে।
এদিকে, পাবনা পাক হানাদারমুক্ত হয় আজকের এই দিনে। ১৪ ডিসেম্বর পাকিস্থানী হানাদার বাহিনী পাবনায় বিমান হামলা করে ১৬ ডিসেম্বরঅ এরপর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ত্রিমুখী হামলা চালায়। দু’দিন একটানা তুমুল যুদ্ধের পর ১৮ ডিসেম্বর পাক বাহিনী পাবনা ছেড়ে পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে পাবনাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।