রাজশাহী জেলা পরিষদের পাঁচ কোটি টাকার এফডিআর নিয়ে চলছে টানাটানি
- আপডেট সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা পরিষদের পাঁচ কোটি টাকার এফডিআর নিয়ে চলছে টানাটানি। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এই টাকা রেখেছেন একটি প্রাইভেট ব্যাংকে। কিন্তু সরকারি টাকা প্রাইভেট ব্যাংকে রাখার রহস্য নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রশাসক। ৬ বছর পর এখন সেই টাকা সরকারি ব্যাংকে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
২০১৭ সালের জুনে বেসরকারী ন্যাশনাল ব্যাংকের স্থানীয় শাখায় ৫ কোটি টাকায় দুটি এককালীন স্থায়ী আমানত বা এফডিআর করেন রাজশাহী জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা। সে সময় অন্য ব্যাংকে মুনাফার হার খানিকটা বেশি থাকলেও এখানে মাত্র ৬ শতাংশ মুনাফা ধরা হয়। চলতি মাসের ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী রাজস্ব তহবিলের ওই টাকার অংক এখন সুদাসলে ৬ কোটির ওপরে।
বিষয়টি নজরে আসার পর নড়েচড়ে ওঠেন জেলা পরিষদের চেয়ারম্যান। ওই টাকা ন্যাশনাল ব্যাংক হতে তুলে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে এফডিআর করার অনুমতি চেয়ে ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। তবে রাষ্ট্রায়ত্ত্ব কোন ব্যাংকে এফডিআর করা হবে, তা জানতে চেয়ে পাল্টা চিঠি দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু কার স্বার্থে বেসরকারী ব্যাংকে এফডিআর করা হয়েছিল- তা নিয়ে প্রশ্ন তুলেছেন চেয়ারম্যান থেকে প্রশাসকের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আলী সরকার।
মন্ত্রণালয়ের চিঠির জবাব এখনো দেয়া হয়নি বলে জানিয়েছেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের রাজশাহী শাখায় গিয়েও কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।