রাজশাহী থেকে গম কিনতে পারেনি খাদ্য অধিদপ্তর
- আপডেট সময় : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে ১১ হাজার মেট্রিক টনের বেশি লক্ষ্যমাত্রা থাকলেও, এক ছটাক গম কিনতে পারেনি খাদ্য অধিদপ্তর। এ কারণে বরাদ্দের প্রায় ৮ কোটি টাকা ফেরত দিতে হয়েছে। ধান ও চাল কেনার টার্গেটও পূরণ হয়নি। তবে, চুক্তিবদ্ধ মিলারদের ভয়-ভীতি দেখিয়ে, চাল দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চলতি মওসুমে রাজশাহী জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১১ হাজার ২৬৪ মে. টন গম কেনার কথা ছিল খাদ্য অধিদপ্তরের। মওসুম শেষ হয়েছে জুনে। কিন্তু এক ছটাকও গম কিনতে পারেনি। কারণ, নির্ধারিত মানের গমের দাম কেজি প্রতি ২৮ টাকা বেঁধে দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।অথচ এই দামের চেয়ে দেড়গুণ বেশি দাম খোলা বাজারে।
কৃষি বিভাগ বলছে, কয়েক বছরের তুলনায় এবার রাজশাহীতে এক লাখ মে.টন গম বেশি উৎপাদিত হয়েছে। তবে খাদ্য অধিদপ্তর গম কেনার জন্য প্রতি মওসুমে কৃষকদের তালিকা চাইলেও এবার তা করেনি।
এদিকে, লক্ষ্য পূরণ হয়নি চাল ও ধান কেনার। তবে মিল মালিকদের লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে, বাজারের চেয়েও কম দামে চাল দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে।
মহাপরিচালকের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলা নিষিদ্ধ জানিয়ে সাক্ষাৎকার দেননি জেলা খাদ্য নিয়ন্ত্রক।