রাজশাহী পয়েন্টে হঠাৎ করেই পানি বেড়েছে পদ্মায়
- আপডেট সময় : ১১:০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজশাহী পয়েন্টে অনেকটা হঠাৎ করেই পানি বেড়েছে পদ্মায়। বর্ষা শুরু না হতেই পানি আসায় আগেভাগেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন পদ্মাপাড়ের জেলেরা। ফলে নদীতে নামতে মাছধরার চাঁই আর জাল নিয়ে এখন ব্যস্ততা তাদের। তবে বসে নেই সৌখিন মাছ শিকারীরাও। করোনায় অলস সময় বসে না থেকে, পদ্মায় ছুটছেন হাতে বড়শি নিয়ে।
রাজশাহীর পদ্মাপাড়ের বাসিন্দা আলম শেখ। যৌবনের দিনগুলো কেটেছে এ নদীর বুকেই। উত্তাল ঢেউয়ের সারি ভেঙে স্পীড বোর্ড চালিয়েছে কতদিন… তার কোনো হিসেব নেই! আলম শেখের বয়স এখন ভাটির দিকে।তবে সারাটা জীবন কেটেছে পদ্মার নানা রূপ দেখে। চোখের সামনেই কীভাবে ধীরে ধীরে পাল্টে গেল সেই সর্বনাশা রূপ। নিজের দেখা সেইদিনগুলো আর নেই। সেসব এখন রূপকথার গল্পের মতোই।
তবে এবার অনেকটা নিয়ম ভেঙেই আগেভাগে পানি এসেছে পদ্মায়। ফলে খরা মওসুমে খালি হওয়া নদীর বুক এখন ভরে উঠছে পানিতে। আগাম পানি আসার খবরে ব্যস্ততা বেড়েছে জেলে পল্লীতেও। মাছ ধরতে জাল বা চাঁই কিনে অনেকেই ছুটছেন পদ্মায়।কেবল জেলেরাই নয়, করোনা পরিস্থিতিতে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের অনেকেই পদ্মার তীরে বসছেন বড়শি নিয়ে। সকাল-বিকেল শখ করে ধরছেন মাছ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাধারণত জুলাইয়ের মাঝামাঝিতে পানি বাড়ে পদ্মায়। তবে এখন পানিতে ভরে উঠছে বৃষ্টির কারণে।