রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যা মামলায় আসামীপক্ষের রিভিউ আবেদন খারিজ
- আপডেট সময় : ০২:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে এই দুই আসামির ফাঁসি কার্যকরে আইনগত কোনো বাধা থাকলো না।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এন গোস্বামী ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। অপর দুই আসামি জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও তার স্ত্রীর ভাই আব্দুস সালামের যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছে আদালত। ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসার বাইরের ম্যানহোলে ড. তাহেরের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর তার ছেলে রাজশাহীর মতিহার থানায় মামলা করেন।