রাজশাহী মেডিকেলে ঠেকানো যাচ্ছে না ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উৎপাত
- আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উৎপাত কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রাজশাহী মেডিকেলে। বহির্বিভাগে তাদের প্রবেশে কড়াকড়িও আরোপ করা হয়েছে। বিধি না মানায় বিভিন্ন সময়ে তুলে দেয়া হয়েছে পুলিশের হাতেও। এরপরও নিষেধাজ্ঞা ভেঙে রোগীদের হয়রানি করছেন তারা। এদিকে, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ তিন মাস পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহী মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা।
রাজশাহী মেডিকেলের বহির্বিভাগে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশে সাত মাস আগে কড়াকড়ি আরোপ করেছেন খোদ পরিচালকই ।নিরাপত্তা ব্যবস্থ জোরদারে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। এরপরও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। চিকিৎসকদের চেম্বারে চেম্বারে জমিয়ে তুলছেন ব্যবসায়িক আলাপ। প্রেসক্রিপশন নিয়ে হয়রানি করছেন রোগীদেরও। বিভিন্ন সময়ে তাদের অনেককেই তুলে দেয়া হয়েছে পুলিশের হাতেও।
সপ্তাহের সোমবার ও বুধবার দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে হাসপাতালে প্রবেশের অনুমতি রয়েছে ওষুধ প্রতিনিধিদের। তবে চাকরি রক্ষার জন্য প্রতিদিনই আসতে হয় বলে জানান তারা।
এদিকে, করোনা সংক্রমণ কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। প্রতিদিনই শত শত রোগী আসছেন বহির্বিভাগে।
হাসপাতালের পরিচালক জানান, করোনা রোগীদের চাপ সামাল দিতে বেশির ভাগ সাধারণ ওয়ার্ডেরই কার্যক্রম গুটিয়ে ডেডিগেটেড করা হয়েছিল। তবে সাধারণ রোগীদের জন্য এখন ওয়ার্ডগুলো ছেড়ে দেয়া হচ্ছে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সবচে’ বড় এই হাসপাতালে দূর দুরান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা নিতে।