রাজশাহীতে আবারও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
দাবি পূরণ না হওয়ায় আবারও তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন থেকে ঘোষণা দিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে হাসপাতালে ভাংচুর, প্রশাসনিক কাজে বাধা ও চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বিএমএ, স্বাচিপ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানীসহ চিকিৎসক নেতারা অংশ নেন। গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে নিহত শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রামেক হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।